আবারও পুলিশের জালে ভুয়ো চিকিৎসক

আসমান ডেস্ক : ভুয়ো পুলিশকর্মী, ভুয়ো টিটিই-র পর ফের একবার ভুয়ো ডাক্তারের হদিস।এবার আলিপুরদুয়ারের এক চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা করার অভিযোগ।দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার ঘটনা। ধৃতের নাম অশোক মণ্ডল। খবর পেয়ে হাতেনাতে পুলিশের জালে ধরা পড়ে ওই ব্যক্তি।


স্থানীয় সূত্রে খবর, বছর তিনেক আগে রাজপুর-সোনারপুর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে লস্করপুরে বাড়ি ভাড়া করে চেম্বার খুলে বসেন ওই ব্যক্তি। রোগী দেখার পাশাপাশি দিতেন ডেথ সার্টিফিকেটও। অভিযোগ, প্রতিদিনই মত্ত অবস্থায় চেম্বারে আসতেন এবং চেম্বারে আসা রোগীদের সঙ্গে গালিগালাজ করতেন।দিনের পর দিন ডাক্তারের এমন ব্যবহারে সন্দেহ চাড়া দেয় এলাকাবাসীর মনে।এরপর আজ সকালে দলবদ্ধ ভাবে ওই ভুয়ো ডাক্তারের চেম্বার ঘেরাও করেন স্থানীয়রা।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় নরেন্দ্রপুর থানার পুলিশ।এরপর সমস্ত ঘটনা খতিয়ে দেখে অভিযুক্তের বয়ানে অসঙ্গতি মেলায় তাঁকে গ্রেফতার করে।আপাতত পুলিশি হেফাজতে বন্দী ওই ভুয়ো চিকিৎসক।
