দিনে সাফাইকর্মীর কাজ আর রাতে ‘নাইট স্কুল’!

আসমান ডেস্ক : কথায় আছে, শেখার কোনও বয়স হয় না। দরকার শুধু ইচ্ছা শক্তির। এই প্রবাদকে আরও একবার সত্যি করে দশম শ্রেণির পরীক্ষা পাশ করলেন বৃহন্মুম্বই পুরসভার (বিএমসি) ৫০ বছর বয়সি সাফাইকর্মী কুঞ্চিকুরভে মাশান্না রামাপ্পা। শুধু তাই নয়, প্রথম বার পরীক্ষা দিয়ে রামাপ্পা পেয়েছেন ৫৭ শতাংশ নম্বরও।


ছোটো বেলায় বিভিন্ন কারনে পড়াশোনা শিখে ওঠা হয়নি।নেই পুঁথিগত বিদ্যে।তাই বর্তমানে কর্মক্ষেত্রে বেতনও পেতেন বেশ কম। সেই না পাওয়াই রামাপ্পাকে প্ররোচিত করেছিল আরও পড়তে। যেমন ভাবা তেমন কাজ। পঞ্চাশ শতাংশের বেশি নম্বর নিয়ে পাশও করে গেলেন পরীক্ষায়। প্রতি দিন মাত্র ৩ ঘণ্টা করে পড়াশোনা করেই ৫৭ শতাংশ নম্বর অর্জন।

জানা গিয়েছে, রামাপ্পা দিনে সাফাইকর্মীর কাজ করতেন। রাতে যেতেন ‘নাইট স্কুলে’। সেখানে পড়ার পাশাপাশি, বাড়িতে পড়াশোনা করে তিনি দশম শ্রেণির পরীক্ষায় পাশ করেছেন। ইতিমধ্যেই দ্বাদশ শ্রেণিতে কী কী বিষয় নিয়ে তিনি পড়বেন, তা-ও ঠিক করে ফেলেছেন রামাপ্পা।তার সন্তান স্নাতক। তাই সেও তার বাবাকে সাহায্য করেছিল।এই সাফল্যের পর রামাপ্পা ভবিষ্যতে পড়াশোনা আরও চালিয়ে যেতে চায়।এর পরের লক্ষ্য, দ্বাদশ শ্রেণির পরীক্ষা পাশ করা।
