নতুন জুটি নিয়ে এপ্রিলেই হইচইতে আসছে শরত্চন্দ্রের ‘শ্রীকান্ত’

আসমান ডেস্ক : শরত্চন্দ্রের ‘শ্রীকান্ত’ উপন্যাস আজও বাঙালি মনের মণিকোঠায় বিশেষ স্থান অধিকার করে রয়েছে। জনপ্রিয় এই উপন্যাসকে এবার নতুন আঙ্গিকে দর্শকদের সামনে তুলে ধরতে চলেছে হইচই প্ল্যাটফর্ম। সানি ঘোষ রায়ের পরিচালনায় এবার তৈরি হচ্ছে ওয়েব সিরিজ ‘শ্রীকান্ত’।


সময়ের সঙ্গে সঙ্গে অভিনয়ের ভিত শক্ত করেছেন সোহিনী সরকার। এখন বেছেই কাজ করেন অভিনেত্রী। সেই তালিকাতেই নতুন সংযোজন রাজলক্ষ্মীর এই চরিত্র।এই সিরিজে রাজলক্ষ্মীর চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সরকার এবং শ্রীকান্তের ভূমিকায় রয়েছেন ঋষভ বসু। শরত্চন্দ্র বসুর কাহিনিকে নতুন সময়ের প্রেক্ষাপটে সাজিয়েছেন পরিচালক সানি। তাঁর পরিচালনায় শ্রীকান্ত হিসেবে অভিনয় করতে পেরে খুশি ঋষভ।

সোহিনী ও ঋষভ ছাড়াও এই সিরিজে আরও এক গুচ্ছ তারকাকে দেখা যাবে। সূত্রের খবর এপ্রিল মাস থেকে হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে ‘শ্রীকান্ত’।আপাতত সিরিজের শুটিং এই ব্যস্ত সকলে।আর অন্যদিকে নতুন এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখতেও উৎসুক দর্শক মহল।
