প্রাক্তন এক সেনা অফিসারের গল্প নিয়ে আসছে ‘সার্কাসের ঘোড়া’

আসমান ডেস্ক : টনিকের পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছে পরাণ-লিলি জুটি।পরিচালক রাজেশ দত্ত এবং ইপ্সিতা রায় সরকারের যৌথ পরিচালনায় এবার কার্যত অকালবোধন হতে চলেছে এক সার্কাসের। আসছে নতুন ছবি ‘সার্কাসের ঘোড়া’। ছবিটি প্রযোজনা করছেন দেবাশীষ ঘোষ ।


নতুন এই ছবির হাত ধরে পর্দায় আগমন হবে এক ঝাঁক তারকার।ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায় এবং লিলি চক্রবর্তী। এছাড়াও রয়েছেন ইন্দ্রাণী হালদার,সাহেব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, গৌরব চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, দেবাশীষ ঘোষ, সুমিত সমাদ্দার, দেবপ্রসাদ হালদার, অনন্যা সেনগুপ্ত সহ অন্যান্যরা।

ছবির গল্প প্রাক্তন সেনা অফিসার মানিকবাবু আর তাঁর স্ত্রীকে ঘিরে। ছবিতে মানিকবাবুর চরিত্রে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায় । পরাণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করেছেন লিলি চক্রবর্তী। মানিকবাবুর এক পুত্র সন্তান রয়েছে।মূলত এই তিন চরিত্র ঘিরেই এগোবে ছবির গল্প। বর্তমানে ছবির শুটিংএ ব্যস্ত সকলে।
