• July 3, 2022

পয়গম্বর বিতর্কের মধ্যেই ধর্ম সম্প্রীতির এক অনন্য নজির

 পয়গম্বর বিতর্কের মধ্যেই ধর্ম সম্প্রীতির এক অনন্য নজির

আসমান ডেস্ক : ধর্ম যার যার,উৎসব সবার-এই কথাটি যেন আবার প্রমান হলো। সম্প্রীতির এক অনন্য নজির ধরা পড়ল বাগুইহাটিতে। বাগুইআটির অর্জুনপুর আমরা সবাই ক্লাবে দুর্গাপুজোর উত্‍সবের ঢাকে কঠি পড়ে গেল। শুরু হয়ে গেল পুজোর প্রস্তুতি।আর এই অনুষ্ঠানেই অংশ নিলেন পাড়ার দুই সম্প্রদায়ের বাসিন্দারা। গত দু’বছর কোভিডের কারণে সেভাবে পুজোর আয়োজন করা যায়নি, এবার তাই বড় করে পুজো আয়োজনের কথা ভাবছেন উদ্যোক্তারা।

emeAcademy-BBA
StartupPedia

পয়গম্বর মহম্মদকে নিয়ে প্রাক্তন বিজেপি নেত্রী নূপূর শর্মার বিতর্কের জেরে যখন বিভিন্ন রাজ্যে অশান্তি, তখন সম্প্রীতির এক অন্যরকম ছবি দেখালেন বাগুইআটির এই দুর্গাপুজোর উদ্যোক্তারা। রবিবার থেকেই শুরু হয়ে গেল অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজোর প্রস্তুতি। এই উপলক্ষে অনুষ্ঠানে অংশ নিলেন পাড়ার দুই সম্প্রদায়ের বাসিন্দারা। তাঁদের দাবি, এখন অস্থির সময় চলছে বটে। কিন্তু তাঁরা বরাবরই সকলে মিলে উৎসবে শামিল হন।

emeAcademy-BHM

এর আগে, ইদের সময়ও পাড়ার দুই সম্প্রদায়ের বাসিন্দারা মিলেমিশেই উত্‍সবে সামিল হয়েছেন। দুর্গাপুজোতেও সেই ছবির ব্যতিক্রম হচ্ছে না। উত্‍সব যে সবার, তার পরিচয় দিতে আন্তরিক বাগুইআটির এই পুজোর উদ্যোক্তারা।

Hospitech

editor

Leave a Reply

Your email address will not be published.

Shares