ফেলুদা এবার দার্জিলিং-এ!আগামীকাল থেকে শ্যুটিং শুরু দার্জিলিংয়ের মাটিতে

আসমান ডেস্ক :ফের ফেলুদাকে পর্দায় ফেরানোর প্রস্তুতি শুরু করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় । আগামীকাল থেকে শ্যুটিং শুরু দার্জিলিংয়ের মাটিতে। ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে কলকাতায় শ্যুটিংয়ের অংশ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়েছেন পরিচালক ও অভিনেতা দুজনেই। দার্জিলিং থেকে ছবি শেয়ার করে টোটা রায় চৌধুরী জানালেন, আগামীকাল থেকে শ্যুটিং শুরু হবে। ইতিমধ্যেই দার্জিলিংয়ে পৌঁছে গিয়েছে টিম দার্জিলিং জমজমাট।


আধো অন্ধকার ঘরে তিনজন বসে। একজনের হাতে সিগারেট, সেখান থেকে ধোঁয়া উঠছে। গভীর আলোচনায় মগ্ন তিনজনেই। বসার ভঙ্গি দেখে মনে পড়ে যায় বিশেষ তিনজনের কথা। যে তিনজনের সঙ্গে জড়িয়ে আছে বাঙালির নস্ট্যালজিয়া, ছবির ফ্রেমে যেন ধরা দিয়েছে এই তিন চরিত্রই। ফেলুদা, তোপসে আর লালমোহনবাবু। এবার এই তিন চরিত্রকে ঘিরে দার্জিলিং এর শুটিং শুরু হতে চলেছে দার্জিলিং জমজমাট এর।

আগামীকাল থেকে ‘দার্জিলিং জমজমাট’-এর দার্জিলিংয়ের অংশ ক্যামেরাবন্দি হবে। ইতিমধ্যেই দার্জিলিং পাড়ি দিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়, টোটা রায় চৌধুরী ও অনির্বাণ চক্রবর্তী।এখন শুধু এই সিনেমার শ্যুটিং শেষ করে পর্দায় আসার অপেক্ষা।
