বাড়ি বাড়ি ঘুরে সচেতনতার কাজে নামবে কলকাতা পৌরনিগম

আসমান ডেস্ক : রাজ্যে ফের চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ । কিন্তু এই পরিস্থিতিতে শহরের একাংশ নাগরিকের বুস্টার ডোজ নেওয়ার অনীহায় চিন্তায় পড়েছে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ । তাই যাদের মধ্যে অনীহা রয়েছে তাঁদের বাড়ি বাড়ি ঘুরে সচেতনতার কাজে নামবে কলকাতা পৌরনিগম।এবার বুস্টার ডোজ নিতে প্রচার অভিযানে নামছে কলকাতা পৌরনিগম।


বর্তমান পরিস্থিতিতে মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহারের পাশাপাশি করোনা বৃদ্ধি ঠেকাতে প্রয়োজন টিকাকরণ । তাই স্বাস্থ্য বিভাগের সঙ্গে শহরের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে কলকাতা পৌরনিগমের আধিকারিকদের বুস্টার টিকার বিষয়ে জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । যদিও এক্ষেত্রে টিকা নিতে জোর করতে পারে না কর্তৃপক্ষ । কিন্তু এখন করোনা ফের ঊর্ধ্বমুখী । তাই, বুস্টার ডোজ নেওয়া প্রয়োজন । ফলে এই পরিস্থিতিতে মানুষকে বোঝানো ছাড়া আর কোনও উপায় নেই পৌরনিগমের হাতে ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, বুস্টার ডোজ নিতে অনীহা রয়েছে এমন নাগরিকদের বাড়ি বাড়ি প্রচারের উপর জোর দেওয়া হচ্ছে । জানা গেছে, এখনও পর্যন্ত ৪ লাখ ৩ হাজার ৮৪৪ জন নাগরিক বুস্টার ডোজ নিয়েছেন । তার মধ্যে ৬০ বছর বয়সি ও তার ঊর্ধ্বে টিকা নিয়েছেন ২ লাখ ৮৫ হাজার ৯৪ জন । এর মধ্যে চিকিত্সক এবং স্বাস্থ্যকর্মীরা মিলিয়ে ৫৩ হাজার ৫৬ জন বুস্টার ডোজ নিয়েছেন এবং প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ৬৫ হাজার ৬৯৪ জন এই টিকা নিয়েছেন । ফলে বোঝাই যাচ্ছে বহু মানুষ টিকা নিচ্ছেন না । বুস্টার ডোজ থেকে নিজেদের সরিয়ে রাখছেন।তাই এবার উপায় না পেয়ে এক প্রকার বাধ্য হয়েই বাড়ি বাড়ি প্রচার করে মানুষকে বুস্টার ডোজ নেওয়ার জন্য উত্সাহিত করার জন্য উদ্যোগী কলকাতা পুরসভা।
