মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যায় রাশ টানতে স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের

আসমান ডেস্ক : ভারতে ঢুকে পড়েছে মাঙ্কিপক্স ভাইরাস। ইতিমধ্যে কেরলে দুজনের শরীরে এই ভাইরাসের হদিশ মিলেছে। দুজনেই বিদেশ ফেরত।এরমধ্যে ৩১ বছর বয়সি ব্যক্তির চিকিত্সা চলছে রাজ্যের একটি হাসপাতালে। এছাড়া গত সপ্তাহে আরও এক মাঙ্কিপক্স আক্রান্তের সন্ধান মিলেছিল। সংযুক্ত আরব আমিরশাহি থেকে কেরলে ফিরেছিলেন তিনি।তাই আর দেরি না করে দেশের সমস্ত বিমান এবং জাহাজ বন্দরে কড়া নজরদারি এবং স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।


ভারতে মাঙ্কিপক্স ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতেই এই নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।ইতিমধ্যেই কেন্দ্রের তরফে সমস্ত বন্দরের কর্তৃপক্ষকে বলা হয়েছে বিদেশ থেকে আসা সকলের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। কড়াভাবে মানতে হবে এই নিয়ম। এদিন কেন্দ্রের সঙ্গে একটি বৈঠকে যোগ দিয়েছিলেন জাহাজ বন্দর এবং বিমানবন্দরের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন সমস্ত স্বাস্থ্য দফতরের আঞ্চলিক অফিসের অধিকর্তারা।

সোমবার কেন্দ্রীয় সরকার একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, বিদেশ থেকে দেশে ফিরলেই যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। এর ফলে বিদেশ থেকে এ দেশে মাঙ্কি পক্স ছড়িয়ে পড়ার সম্ভাবনা কমবে। মাঙ্কি পক্স নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের নির্দেশিকা মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে। অভিবাসন দফতরকেও এই নিয়ে সতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে আন্তর্জাতিক স্থলবন্দর এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে।
