৯০ টাকার লটারি কেটে কোটিপতি

আসমান ডেস্ক :দীর্ঘদিনের স্বপ্ন ছিল কোটিপতি হওয়ার। অবশেষে সেই স্বপ্নই সত্যি হল আমডাঙার পাঁচাঘরিয়া গ্রামের যুবক মোঃ আলাউদ্দিন খামারের।মাত্র ৯০ টাকার লটারি কেটেই আজ সে কোটিপতি।রাতারাতি ঘুরলো ভাগ্যর চাকা। বয়স তার ৩৫, পেশায় দর্জি। কাজ করে দিনে ২০০ থেকে ৩০০ টাকা আয় করেন তিনি। ৩ সন্তান রয়েছে তার। এমন অবস্থায় এই লটারি বদলে দিল তার ভাগ্য।


লটারিতে ১ কোটি টাকা জিতেছেন- এই কথা শুনতেই পুলিশি নিরাপত্তার দাবী জানিয়েছেন আলাউদ্দিন, এরপরেই আলাউদ্দিনকে তার বাড়ি থেকে আমডাঙ্গা থানার পুলিশ গিয়ে উদ্ধার করে নিরাপদ স্থানে রেখেছে বলে পুলিশ সূত্রে খবর।জানা গেছে, রামপুর বাজারের এক সেলারের থেকে লটারি কেটেছিলেন আলাউদ্দিন, ফলে খুশি এলাকার লটারি ব্যাবসায়ীরাও।

লটারি জিতে তিনি জানান, দীর্ঘদিনের স্বপ্ন ছিল কোটিপতি হওয়ার। দুই মেয়ে নাসরিন পারভিন, ফারহানা পারভিন ও ১ ছেলে মিনহাজ উদ্দিন খামার, লটারির টাকা দিয়ে ছেলে মেয়ের পড়াশোনা করাবেন বলে জানান। পাশাপাশি পরবর্তীতে আর টিকিট না কাটার অঙ্গীকারও করেন তিনি।
