রমজান মাসে মানবিক উদ্যোগ হুমায়ূন কবীরের

ভরতপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক হুমায়ূন কবীরের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও দুঃস্থ মানুষদেরকে বস্ত্র বিতরণ করা হল। বিধায়কের এমন মানবিক উদ্যোগে খুশি এলাকার মানুষজন।



পবিত্র রমজান মাস চলছে সারা বিশ্ব জুড়ে। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরই খুশির ঈদ। নতুন রঙে, নতুন বস্ত্রে দিন উদযাপনের পালা। কিন্তু করোনা, লকডাউন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরবর্তী সময়ে মানুষের হাতে টাকার জোগান কমেছে। এদিকে বাজারদর বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ফলে নতুন পোশাক কেনার মতো সাধ্য অনেকেরই নেই। আর সেই দিকটা চিন্তা করেই ভরতপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক হুমায়ূন কবীরের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে গরীব ও দুঃস্থ মানুষদেরকে বস্ত্র বিতরণ করা হল। বিধায়কের এমন মানবিক উদ্যোগে খুশি এলাকার মানুষজন।

বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক হুমায়ূন কবীর। বহরমপুর মুর্শিদাবাদ জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আনারুল ইসলাম, ভরতপুর ২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি এবং সমস্ত পঞ্চায়েতের প্রধান এবং অঞ্চলের যুব নেতৃত্ববৃন্দ।
