জাহাঙ্গিরপুরীর ঘটনার প্রতিবাদে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা

আসমান টিভি ডেস্ক: দিল্লির জাহাঙ্গিরপুরীতে বাঙালি বসতিদের ওপর বুলডোজার চালানোর প্রতিবাদে নামল আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। দেশের রাজধানীর মতো জায়গায় প্রশাসনের উদ্যোগে সাধারণ মানুষের দোকান, বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, জামা মসজিদের গেটও ভেঙে ফেলা হয় জেসিবি দিয়ে। ওই ঘটনা চরম অন্যায় বলে এদিন দাবি তুলল ছাত্র সংগঠন এসআই ও আলিয়া ইউনিটের ছাত্ররা।


ছাত্ররা আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে জড়ো হয়ে মানববন্ধন করে। ইউনিট প্রেসিডেন্ট সালমান শামীম, জেলা সম্পাদক যুবায়ের আহমেদ, বাংলা বিষয়ের গবেষক মিরাজুল ইসলাম-সহ উপস্থিত ছিলেন আরও অনেক গবেষক ও ছাত্ররা। যুবায়ের আহমেদ বলেন, ‘সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ভাবে যে ঘটনা ঘটানো হচ্ছে, তার বিরুদ্ধে আমরা চুপ থাকলে তা সমাজে আরও ছড়িয়ে যাবে। আগামী দিনে সুস্থ ভাবে জীবন পরিচালনা করাই অসম্ভব হয়ে যাবে। মিরাজুল ইসলাম ছাত্রদের আরও সতর্ক ও দায়িত্ত্ববান হওয়ার আহ্বান জানান। আগামীতেও এধরনের অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান জানানো হয়।
