• May 29, 2022

নতুন রূপে লাইট ক্যামেরা অ্যাকশনে বিরাট ঘরনি

 নতুন রূপে লাইট ক্যামেরা অ্যাকশনে বিরাট ঘরনি

আসমান ডেস্ক :অবশেষে মেয়েকে সামলে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফেরবার পালা অনুষ্কার।এবার পর্দায় তাঁকে দেখা যাবে ফাস্ট বোলার হিসাবে।২২ গজে এবার দৌড়াতে দেখা যাবে অনুষ্কাকে।ঝুলন গোস্বামীর বায়োপিকে নাম ভূমিকায় থাকছেন তিনিই।ছবির নাম ‘চাকদহ এক্সপ্রেস’। গত বছরের শেষে শোনা গিয়েছিল প্রযোজক হিসাবে পরিচালক প্রসিত রায়ের এই প্রোজেক্টের পাশে থাকলেও অভিনয় করবেন না। কিন্তু সব জল্পনায় জল ঢেলে দিলেন ভামিকার মা।বৃহস্পতিবার ‘ চাকদে এক্সপ্রেস’-এর প্রথম ঝলক সোশ্যাল হ্যান্ডেলে নিজেই শেয়ার করলেন অনুষ্কা।

emeAcademy-BBA
StartupPedia

খুব শীঘ্রই শুরু হবে প্রসিত রায়ের ‘চাকদহ এক্সপ্রেস’-এর শ্যুটিং। এই ছবি প্রযোজনার দায়িত্বে থাকছেন অনুষ্কার ভাই কার্নিশ শর্মা। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সরাসরি মুক্তি পাবে এই ছবি।টিজারে দেখা মিলল, কেমনভাবে পুরুষ দলের প্লেয়ারদের নাম মুছে সেই জার্সিতে নিজেদের নাম লিখে ফাঁকা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জরুরি ম্যাচ খেলতে নামছে ঝুলনরা। যাদের হার-জিত নিয়ে মাথাব্যাথা নেই কারুর, তাই তো ধার করা জার্সিই তাঁদের সম্বল। টিজারে বাংলা মেশানো হিন্দিতে কথা বলতে শোনা গেল বিরাট ঘরনিকে।

emeAcademy-BHM

ঝুলন গোস্বামীর বায়োপিকের ঝলক অনুষ্কার সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে সামনে আসার পর, তাঁকে অভিনন্দন জানান তপসী পান্নু, বরুণ ধাওয়ানরা। ভামিকার জন্মের পর এবার ফের বড় পর্দায় ফিরছেন অনুষ্কা শর্মা। ফলে মা হওয়ার পর অনুষ্কার কামব্যাক কেমন হয়, সে বিষয়ে অধীর অপেক্ষায় দর্শকরা।

Hospitech

editor

Leave a Reply

Your email address will not be published.

Related post

Shares