• May 29, 2022

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত চরণজিত্‍ সিং!

 হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত চরণজিত্‍ সিং!

আসমান ডেস্ক: শোকের ছায়ায় ঢাকল ভারতীয় হকি জগত। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অলিম্পিকের স্বর্ণপদকজয়ী চরণজিত্‍ সিং।

emeAcademy-BBA
StartupPedia

প্রয়াতকালে হকি খেলোয়াড়ের বয়স হয়েছিল ৯০ বছর।হিমাচল প্রদেশের উনায় নিজের বাসভবনেই ত্যাগ করেন শেষ নিশ্বাস। বয়স জনিত কারণে দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন কিংবদন্তি হকি খেলোয়াড়। চরণজিত্‍ সিংয়ের পুত্র ভিপি সিং জানান, বছর পাঁচেক আগেই একটি স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর প্যারালাইসিস হয় হকি খেলোয়াড়ের।

emeAcademy-BHM

প্রসঙ্গত, ১৯৬০ অলিম্পিকে রুপো জয়ী হকি দলের অন্যতম সদস্য এই কিংবদন্তির নেতৃত্বেই ১৯৬৪ টোকিও অলিম্পিকে সোনা জেতে ভারত। তাঁর অবদান ভারতের হকি জগতে অনস্বীকার্য। আগামী মাসেই ৯১ বছরে পা দেওয়ার কথা থাকলেও ভারতের হকি জগতকে শূন্য করে চলে গেলেন চরণজিত্‍ সিং।

Hospitech

editor

Leave a Reply

Your email address will not be published.

Related post

Shares