এক নজরে বিভিন্ন শহরের পেট্রল ডিজেলের দাম

আসমান ডেস্ক : বিগত কয়েকমাস ধরে একটানা অপরিবর্তিত ছিল পেট্রল এবং ডিজেলের দাম।এরপর বেশ কদিন ধরে ক্রমশ দাম বেড়ে চলেছে জ্বালানির।প্রত্যেকদিন সকাল ৬ টায় জারি করা হয় পেট্রল এবং ডিজেলের দাম। এদিন অর্থাৎ সোমবারও তার কোনও ব্যতিক্রম হলনা।সপ্তাহের শুরুতেই ফের দাম বাড়ল জ্বালানির। যার জেরে মাথায় হাত পড়েছে সাধারণের।

জেনে নিন বিভিন্ন শহরের পেট্রল ডিজেলের দাম

• দিল্লিতে পেট্রল ৯৯ টাকা ৪১ পয়সা ডিজেল ৯০ টাকা ৭৭ পয়সা

• মুম্বইতে পেট্রল ১১৪ টাকা ১৯ পয়সা ডিজেল ৯৮ টাকা ৫০ পয়সা

• চেন্নাইতে পেট্রল ১০৫ টাকা ১৮ পয়সা ডিজেল ৯৫ টাকা ৩৩ পয়সা
• কলকাতায় পেট্রল ১০৮ টাকা ৮৫ পয়সা

ডিজেল ৯৩ টাকা ৯২ পয়সা
• নয়ডায় পেট্রল ৯৯ টাকা ৪৮ পয়সা ডিজেল ৯১ টাকা ১১ পয়সা
• লখনউতে পেট্রল ৯৯ টাকা ২৬ পয়সা ডিজেল ৯০ টাকা ৯২ পয়সা
• পোর্টব্লেয়ারে পেট্রল ৮৬ টাকা ৩৩ পয়সা
ডিজেল ৮০ টাকা ৬৮ পয়সা
• পটনায় পেট্রল ১১০ টাকা ৩ পয়সা ডিজেল ৯৫ টাকা ১৮ পয়সা
