আনিসের বাড়িতে ঈদের তোওফা নিয়ে আইএসএফ
নিহত ছাত্রনেতা আনিস খানের বাড়ি গিয়ে সাক্ষাৎ করলো ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের এক প্রতিনিধি দল। ঈদের আগে আমতায় গিয়ে দেখা করে পরিবারের সদস্যদের সঙ্গে। নিহত ছাত্রনেতার বাবা সালেম খানের হাতে তুলে দেন ঈদের তোওফা। ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের প্রতিনিধি দল তাঁকে বলেন, ইনসাফের জন্য তিনি যে দৃঢ়তার সঙ্গে লড়ছেন, আইএসএফ সবসময় সেই লড়াইয়ের পাশে আছে। সুবিচার না পাওয়া পর্যন্ত দল এই লড়াই চালাতে অঙ্গীকারবদ্ধ।


প্রসঙ্গত গত এপ্রিলে আনিস খানের মৃত্যুতে যখন রাজ্য-রাজনীতি উত্তাল হয়ে ওঠে, তখন পরিবারের পাশে দাঁড়ায় আইএসএফ। বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ একাধিক প্রতিনিধিকে দেখা যায় আনিসের বাড়ি যেতে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবির পাশাপাশি পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাসও দেন তারা।

এদিন প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে পার্টির নেতা ড. আফতাব উদ্দিন, ইমরান খান প্রমুখেরাও উপস্থিত ছিলেন।
