আমেরিকায় বন্দুকবাজের হামলা, বলি ১৯ শিশুসহ ২ শিক্ষক

আসমান ডেস্ক: আবারও আমেরিকা! আবারও বন্দুকবাজের হামলা। একই ঘটনায় মৃত ১৯ শিশু, দুই শিক্ষক সহ ২১ জন।

ঘটনাটি টেক্সাসের স্থানীয় নার্সারি স্কুলের। স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় হামলাকারী। ঘটনাস্থলেই ২১ জন মারা যায়। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা যায় হামলাকারী বন্দুকবাজ। পুরো ঘটনাটি স্থানীয় প্রশাসন সূত্রে বিবৃতি জারি করে জানানো হয়েছে।


মঙ্গলবার শহরের ব্যস্ততম সময়ে বছর আঠারোর সালভাদর রামোস নামের এক যুবক বন্দুক হাতে স্কুলে ঢুকে পড়ে গুলি চালাতে শুরু করে। তার গুলিতে ততক্ষণে কেঁপে ওঠে স্কুল চত্বর। প্রাণ হারায় ২১ জন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছতে হামলাকারীর নিশানা ঘুরে যায়। মুখোমুখি পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারায় হামলাকারী ওই যুবক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। সূত্রের খবর, দু’জন পুলিশকর্মীর অবস্থা আশঙ্কাজনক। এই খবর নিশ্চিত করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট।

আমেরিকায় বন্দুকবাজের হামলা এই প্রথম নয়। এমনকী স্কুলে ঢুকে শিশুদের ওপর গুলি চালানোর ঘটনাও প্রথম নয়। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে, দিনের একটা ব্যস্ততম সময়ে স্কুলে ঢুকে গুলি চালানোর ঘটনা ঘটেছিল আমেরিকায়। ফ্লোরিডার সেই ঘটনায় প্রাণ গিয়েছিল ১৭ জন স্কুল পড়ুয়ার। এই ঘটনার চার বছর পর স্কুলে ঢুকে পড়ুয়াদের ওপর গুলি চালানোর ঘটনায় স্তব্ধ গোটা আমেরিকা। নাগরিক নিরাপত্তার প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে।

মঙ্গলবারের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ২৮ মে সূর্যাস্ত অবধি জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা করেছেন তিনি।
