ঈদের আগেই ইমাম ভাতার দাবি কামরুজ্জামানের

আসমান টিভি ডেস্ক: ঈদ-উল-ফিতরের আগেই ইমাম ভাতা দেওয়ার দাবি জানালেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান। এই মর্মে পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আবদুল গনিকে চিঠি লিখেছেন কামরুজ্জামান।


বর্তমানে আগুন বাজার। প্রতিটি জিনিসের আকাশছোঁয়া দাম। সেমাই, নুডলস, গুঁড়া দুধ, চিনি, পোলাওয়ের চালের দাম বেড়েছে। দামা বেড়েছে মাংস ও সবজিরও। বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেল, পাম তেলের সরবরাহ কমে যাওয়ায় এক ধরনের কৃত্রিম সংকটও তৈরি হয়েছে। কিন্তু সেই তুলনায় সাধারণ মানুষের হাতে টাকা নেই।

মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘বাজারে প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশছোঁয়া। গত ১২ বছরে ভাতার পরিমাণ একটুও বাড়েনি। ঈদের কোন বোনাসও ইমাম সাহেবদের দেওয়া হয় না। তার ওপর একমাস রমজান শেষে খুশির ঈদ পালনের জন্য মাত্র আড়াই হাজার টাকার দিকে তাকিয়ে আছে বহু ইমাম মুয়াজ্জিন।’ তাই ঈদের আগেই সমস্ত ইমাম মুয়াজ্জিন সাহেবকে ভাতা প্রদানের দাবি জানালেন কামরুজ্জামান।
