মুসলিম মহিলাকে হামলা জার্মানিতে

আসমান ডেস্ক: মুসলিম বিদ্বেষের আগুন জার্মানিতে। প্রকাশ্যে হেনস্তা করা হলো মুসলিম ধর্মাবলম্বী মহিলাকে। দিন দুপুরে মহিলার হিজাব টেনে ছিঁড়ে তাঁকে মারধর করার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে জার্মানির রাজধানী বার্লিনে। একজন মুসলিম নারীর মাথার হিজাব ছিঁড়ে তাকে মারধর করা হয়েছে। ৩৭ বছর বয়সি হামলাকারীকে চিহ্নিত করেছে পুলিশ। সে জনসমক্ষে এক ৩৯ বছর বয়সি মুসলিম নারীর মাথার স্কার্ফ ছিঁড়ে তার মাথায় এবং শরীরে আঘাত করে। ঘটনার আকস্মিকতায় চাঞ্চল্য ছড়ায় চারিদিকে। হামলাকারীর উদ্দেশ্য এখনও পরিষ্কার নয় পুলিশের কাছে।
ঠিক এইখানেই দানা বেঁধেছে প্রশ্ন! বিশ্ব জুড়ে ঘটে চলা একের পর এক ধর্মীয় আক্রমণের বিরুদ্ধে কবে সচেতন হবে সমাজ? তাহলে কি ধর্মের স্বাধীনতা উঠে যেতে বসেছে গোটা বিশ্ব থেকে?
