আজ টানা ২০ দিন, একাধিক শহরে অপরিবর্তিত জ্বালানির দাম

আসমান ডেস্ক: কেন্দ্রীয় সরকার জ্বালানির দাম আরো কম আছে উদ্যোগী হয়েছে। জরুরি মজুদ থেকে কয়েক লক্ষ ব্যারেল অপরিশোধিত বাজারে ছাড়ার পরিকল্পনা করছে। তবে দীপাবলি আগে দাম কমানোর পর থেকে তবে চলতি সপ্তাহের মাঝে এসেও অপরিবর্তিত জ্বালানির দাম। এই নিয়ে টানা ২০ দিন, লাগাতার অপরিবর্তিত থাকল জ্বালানির দাম। কোন কোন শহরে একই থাকলো জ্বালানির দাম।কোন কোন শহরে ফেরা আবার দাম বাড়লো বা কিছুটা দাম কমলো, রইল তালিকা।

একনজরে দেশের কোথায় কত জ্বালানির দাম:

- আজ ২৫ নভেম্বর পেট্রোলের দাম:

▪️নয়া দিল্লিতে ১০৩.৯৭ টাকা,

▪️ কলকাতায় ১০৪.৬৭ টাকা,
▪️মুম্বইয়ে ১০৯.৯৮ টাকা,
▪️চেন্নাইয়ে ১০১.৪০ টাকা,
▪️গুরগাঁওয়ে ৯৫.৫৫ টাকা,
▪️ নয়ডায় ৯৫.৫০ টাকা,
▪️ বেঙ্গালুরুতে ১০০.৫৮ টাকা,
▪️ভুবনেশ্বরে ১০২.১০ টাকা,
▪️চণ্ডীগড়ে ৯৪.২৩ টাকা,
▪️হায়দরাবাদে ১০৮.২০ টাকা,
▪️জয়পুরে ১০৭.৮৩ টাকা,
▪️লখনউয়ে ৯৫.১০ টাকা,
▪️পাটনায় ১০৬.৪৯ টাকা,

▪️ তিরুবনন্তপুরমে ১০৬.১৫ টাকা
- আজ ২৫ নভেম্বর ডিজেলের দাম:
▪️নয়া দিল্লিতে ৮৬.৬৭ টাকা,
▪️ কলকাতায় ৮৯.৭৯ টাকা,
▪️মুম্বইয়ে ৯৪.১৪ টাকা,
▪️চেন্নাইয়ে ৯১.৪৩ টাকা,
▪️গুরগাঁওয়ে ৮৬.৭৭ টাকা,
▪️ নয়ডায় ৮৭.০০ টাকা,
▪️ বেঙ্গালুরুতে ৮৫.০১ টাকা,
▪️ভুবনেশ্বরে ৯১.৯১ টাকা,
▪️চণ্ডীগড়ে ৮০.৯০ টাকা,
▪️হায়দরাবাদে ৯৪.৬২ টাকা,
▪️জয়পুরে ৯১.৪০ টাকা,
▪️লখনউয়ে ৮৬.৬৩ টাকা,
▪️পাটনায় ৯১.৬৪ টাকা,
▪️ তিরুবনন্তপুরমে ৯৩.২৮ টাকা।
