বড় স্বস্তি: দাম কমলো আলুর

আসমান ডেস্ক: বিগত কয়েক দিন ধরে আলুর দাম তাতে চিন্তার ভাঁজ পড়ছিল সাধারণ মানুষের কপালে। ভোজ্যতেলের দাম,আকাশছোঁয়া শাকসবজি থেকে শুরু করে মাছ মাংসের দাম,সব মিলিয়ে হেঁশেলের প্রয়োজনীয় সামগ্রীর যোগাতে গিয়ে কালঘাম ছুটছিল মধ্যবিত্তের। প্রতিদিন প্রায় একটু করে নামছে বাজার দর।


ইতিমধ্যেই দাম কমেছে শাকসবজির। ভোজ্যতেল, শাকসবজির দাম কমার পর, আবারো স্বস্তি হেঁশেলে। লক্ষ্মীবারে লক্ষীলাভ, আজ আলুর দাম কমলো। কেজি প্রতি ১৬ টাকা থেকে ২২ টাকা হল আলুর দাম। পাশাপাশি, পটল কেজি প্রতি ৪০-৪৫ টাকা, টম্যাটো প্রতি কেজি ৭০-৮০ টাকা দাম হয়েছে।

গতকাল অর্থাৎ বুধবারের পাইকারি বাজার দর দেখে কিছুটা আন্দাজ করা গিয়েছিল যে আজ বাজারে কিছুটা কমতে পারে শাকসবজি সহ বিভিন্ন জিনিসের দাম। আজ কমলো শাক সবজির দাম তবে একই রয়েছে মাছের দাম। রুই-কাতলা মত মাছ সাধারণ ধরে মিললেও জিওল মাছের দাম আকাশছোঁয়া। এখনই কমছেনা মাছের দাম, আরো বেশ কিছুদিন মাছ খেতে গেলে অগ্নিমূল্য দামের কাঁটা বিঁধবে মধ্যবিত্তের গলায়।
