খাঁচা থেকে বেরিয়ে পড়লো বুড়ি!

আসমান ডেস্ক: খাঁচায় বন্দী জীবন কার বা ভালো লাগে! সেই কথাই বোধহয় বারবার বোঝাতে চাইছে আলিপুর চিড়িয়াখানার শিম্পাঞ্জি বুড়ি!

গোটা জীবনটাই কেটে গেলো পাঁচিলের ওপারে। এবার বোধহয় সে মুক্তি চায়। রোজ শত শত মানুষের সামনে খেলা দেখানো থেকে মুক্তি, মুক্তি তিলোত্তমার এই ব্যস্ততা থেকে। অবসর জীবনের সন্ধানে বোধহয় শহর কলকাতার চিড়িয়াখানার শিম্পাঞ্জি বুড়ি!


সোমবার সকালে বুড়ি নামের ওই শিম্পাঞ্জিটিকে খাবার দিতে গিয়েছিলেন চিড়িয়াখানার কর্মীরা। খাঁচার মূল গেট খোলা পেয়ে বুড়ি সেখান থেকে বেরিয়ে যায়। চাঞ্চল্য ছড়ায় চিড়িয়াখানার মধ্যে। শিম্পাঞ্জি যাতে একেবারে বাইরে বেরিয়ে যেতে না পারে, সে কারণে চিড়িয়াখানার মূল গেট বন্ধ করে দেয়া হয়। কিছুক্ষণের মধ্যেই অবশ্য চিড়িয়াখানার কর্মীরা বুড়িকে খাঁচায় ঢুকিয়ে দেন।

এই প্রথম নয়। এর ঠিক ১২ দিন আগেও একই ভেবে খাঁচা থেকে বেরিয়ে পড়েছিল বুড়ি। সেবারেও তাকে তড়িঘড়ি খাঁচা বন্দী করে চিড়িয়াখানার কর্মীরা। দু সপ্তার মধ্যে এটা বুড়ির দ্বিতীয় প্রচেষ্টা।

বারবার খাঁচা থেকে বুড়ির বেরিয়ে আসা অনেক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে গোটা মানব সমাজকে। পশুকে খাঁচায় পুরে মনোরঞ্জন কতটা মানবিক সেটাও ভেবে দেখাচ্ছে বুড়ির এই আচরণ।
