• February 5, 2023

প্রয়াত টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় , শোকস্তব্ধ টলিপাড়া

 প্রয়াত টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় , শোকস্তব্ধ টলিপাড়া

আসমান ডেস্ক: ফের একবার শোকের ছায়া টলিউডে।প্রয়াত টলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়।তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।এবং নিজের বাড়তেই প্রয়াত হন অভিনেতা বলে জানা গিয়েছে।

emeAcademy-BBA
StartupPedia

সূত্রের খবর, কলকাতায় প্রিন্স আনোয়ার শাহ রোডের বাসিন্দা ছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। বুধবার সন্ধেবেলা একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেখানেই বার বার অসুস্থ হয়ে পড়েন তিনি।এরপর হতে হাসপাতালে যাওয়ায় কথা বললে রাজি হননি তিনি।

emeAcademy-BHM

চিকিৎসা চলছিল তাঁর নিজের বাড়িতেই। এরপরই বুধবার রাত ১টা নাগাদ ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেন তিনি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে হৃদরোগে মৃত্যু হয়েছে তাঁর।অভিনেতার এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা টলিপাড়া। শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার সহ বহু অভিনেতা, অভিনেত্রীদের মধ্যেও।

 

 

 

 

 

Hospitech

editor

Leave a Reply

Your email address will not be published.

Related post

Shares