ওড়িশায় নিয়ন্ত্রণে কোভিড সংক্রমণ

আসমান ডেস্ক : ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে করোনা পরিস্থিতি। শিথিল হচ্ছে কোভিড বিধি নিষেধ।জানা গেছে,২১ ফেব্রুয়ারি থেকে করোনার ভ্যাকসিনের ডাবল ডোজ সার্টিফিকেট ছাড়াই প্রবেশ করা যাবে পুরীর জগন্নাথ মন্দিরে। সম্প্রতি এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের প্রধান কৃষাণ কুমার জানিয়েছেন, ওড়িশায় করোনা আক্রান্তের সংখ্যা কমে যাওয়ার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে।


ওড়িশা রাজ্য প্রশাসন অবশ্য সব পুণ্যার্থীকেই ডাবল ডোজ ভ্যাকসিন নিয়ে তবে পুরীর মন্দিরে যাওয়ার পরামর্শ দিয়েছে। এছাড়া মাস্ক পরে থাকা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক বলে জানিয়েছে ওড়িশা প্রশাসন।এর পাশাপাশি জানা গেছে, মন্দির চত্বর স্যানিটাইজ করার জন্য প্রতি রবিবার বন্ধ থাকবে জগন্নাথ মন্দির।

প্রসঙ্গত মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে,ওড়িশায় বেশিরভাগ নাগরিকেরই করোনার ভ্যাকসিনের ডাবল ডোজ নেওয়া হয়ে গিয়েছে। সেই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই আগামী সপ্তাহ থেকে আর মন্দিরে প্রবেশ করার জন্য করোনার ভ্যাকসিনের ডাবল ডোজ সার্টিফিকেট দেখাতে হবে না।
