বাড়ছে তাপমাত্রার পারদ , একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা

আসমান ডেস্ক: যতই দিন যাচ্ছে ক্রমশ বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। তবে এরই মধ্যে রাজ্যের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এমনটাই জানাল আবহাওয়া দফতর।


সূত্রের খবর, দক্ষিণবঙ্গের তিন জেলায় আজ রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।তারই সঙ্গে উত্তরের জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিন অর্থাৎ বৃহস্পতিবার আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ।শহরে এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রী সেলসিয়াস। এবং সর্বোচ্চ তাপমাত্রার ৩৩ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৯ শতাংশ বলে জানা গিয়েছে।
