• May 29, 2022

পাঁচ বছর পর যুবির বাড়িতে অতিথি আগমন

 পাঁচ বছর পর যুবির বাড়িতে অতিথি আগমন

আসমান ডেস্ক: জীবনে এল নতুন অতিথি। আনন্দে ভারতের ক্রিকেট দুনিয়া থেকে শুরু করে ভক্ত জগতে। প্রথমবার বাবা হলেও যুবরাজ সিং।

emeAcademy-BBA

মঙ্গলবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজেই সুখবর দিলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবি ও হ্যাজেল। দম্পতি লেখেন, ‘আমাদের সকল অনুরাগী, বন্ধু ও পরিবারকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, ঈশ্বরের আশীর্বাদে আমাদের সংসারে ছেলে এসেছে। আপনাদের সকলের শুভেচ্ছার জন্য ধন্যবাদ। এমন আনন্দের মুহূর্তে আমাদের ব্যক্তিগত জীবনকে সম্মান দেবেন বলেই আশা।’

 

emeAcademy-BHM
StartupPedia
যুবরাজ সিং-এর টুইট। ছবি সৌ: টুইটার

 

emeAcademy-MBA

সুখবর পেতেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেট জগতের তাড়কা থেকে শুরু করে ভক্তগণ সকলেই শুভেচ্ছা জানান দম্পতিকে।

emeAcademy-MBA

২০১৬ সালে হ্যাজেল কিচের সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়েন যুবি। এরপর ২০১৯ সালে বিশ্বকাপ চলাকালীনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর করলেও পরবর্তীতে আবারো ক্রিকেটে ফেরার আগ্রহ প্রকাশ করেন তিনি। এমনকী আগামী বছর ফেব্রুয়ারিতেই ক্রিকেটে ফিরতে পারেন তিনি।

Hospitech

editor

Leave a Reply

Your email address will not be published.

Related post

Shares